Headlines
Loading...
নবগ্ৰাম ময়না পুলিন বিহারী উচ্চবিদ‍্যালয়ে চালু হল আমিন সার্ভে অ্যডভানস কোর্স

নবগ্ৰাম ময়না পুলিন বিহারী উচ্চবিদ‍্যালয়ে চালু হল আমিন সার্ভে অ্যডভানস কোর্স



ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার নবগ্ৰাম ময়না পুলিন বিহারী উচ্চবিদ‍্যালয়ে চালু হল আমিন সার্ভে অ্যডভানস কোর্সের। মঙ্গলবার এই কোর্সের শুভ সূচনা করলেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামানিক,পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক প্রবীর চট্টোপাধ্যায় সহ অনান‍্য বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ।

স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, এই স্কুলে কারিগরী শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার পাশাপাশি এবার আমিন সার্ভে অ্যডভানস নামে আরও একটি নতুন কোর্স চালু হল। প্রাথমিক ভাবে এই কোর্সে এখন ২০ জন ছাত্র ছাত্রী শিক্ষা নিতে পারবে। মাধ্যমিক পাশ করার পরেই এই কোর্সে ছাত্র ছাত্রীরা ভর্তি হতে পারবে।






(adsbygoogle = window.adsbygoogle || []).push({});