Headlines
Loading...
বাইক মিস্ত্রি  অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে

বাইক মিস্ত্রি অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে


ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ মোটর সাইকেল মেরামতের সময় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল এক বাইক মিস্ত্রীকে। ঘটনাটি ঘটে মঙ্গলবার কালনা শহরের বড়মিত্র পাড়ার একটি বাইক গ্যারেজে। অগ্নিদগ্ধ মিস্ত্রি দেবাশীষ মন্ডলের বাড়ি হুগলি জেলার বলাগর থানার কুন্তীঘাটের গোপালপুরে। তাঁকে সঙ্গে সঙ্গে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। 

দেবাশীষ মন্ডল জানিয়েছেন, এদিন নিজের গ্যারেজে একটি বাইকের কার্বোটার খুলে পেট্রল দিয়ে পরিষ্কার করছিলেন। অন্যদিকে পাশেই তার সহকারী লাল্টু পাল প্লাগ পরীক্ষা করছিলেন।হটাত প্লাগের স্পার্ক হতেই দপ করে তার হাতের পেট্রল জলে ওঠে। তাতেই দুটি হাত এবং মুখ ভীষন ভাবে পুড়ে যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});