Headlines
Loading...
বিয়ের মাত্র ১৪ দিন আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা যুবকের

বিয়ের মাত্র ১৪ দিন আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা যুবকের



পিয়ালী দাস, বীরভূমঃ বিয়ের মাত্র ১৪ দিন বাকি,আর তার আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক যুবক।মর্মান্তিক এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃতের নাম দেবাশীষ মন্ডল (৩৪)। বাড়ি রামপুরহাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বামনী গ্রামে। 

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের পকেট থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে চোখ ও কিডনি দান করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। রামপুরহাট হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার পর মৃতের শেষ ইচ্ছা পুরনের জন্য কিডনি ও চোখ দানের কথা জানানো হলেও  হাসপাতালের পরিকাঠামো না থাকায় তা সম্ভব হয়নি। এদিকে কি কারনে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবাশীষের বিয়ের দিন ঠিক হয়েছিল আগামী ১৪ আষাঢ়। বিয়ের মাত্র ক'টা দিন আগে কেন এমনটা হল তা বুঝে উঠতে পারছেন না তার মা সবিতা মন্ডল। তিনি বলেন, “ছেলের বিয়ের ঠিক হয়েছিল। তার আগে এমনটা ও কেন করল তা বুঝতে পারছিনা”। দেবাশীষের বন্ধু শান্তনু মন্ডল জানিয়েছেন, দেবাশীষ একটা ওষুধের দোকানে কাজ করত। আত্মহত্যার খবর পেয়ে ওর বাড়ি যাই। একটি সুসাইড নোট পাওয়া গিয়েছে পকেটে থেকে। তাতে মৃত্যুর পর কিডনি ও চোখ দান করার  কথা লিখে গেছে। কি করে এমন হল, কিছুই বুঝতে পারছিনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});