Headlines
Loading...
পূর্ব বর্ধমানে প্রবীণ নাগরকিদের জন্য সমস্ত বাঙ্কে বিশেষ কাউণ্টার খোলার নির্দেশ

পূর্ব বর্ধমানে প্রবীণ নাগরকিদের জন্য সমস্ত বাঙ্কে বিশেষ কাউণ্টার খোলার নির্দেশ


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ বিভিন্ন ব্যাঙ্কে পেনশন তোলা সহ নানান কাজে গিয়ে প্রবীণ নাগরকিদের নানাবিধ সমস্যার সন্মুখিন হতে হওয়ায় এবং এব্যাপারে খোদ জেলাশাসকের কাছে অভিযোগ জমা পড়ার পর পূর্ব বর্ধমান জেলার সমস্ত ব্যঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিলেন জেলাশাসক।
পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁরা প্রবীণ নাগরকিদের কাছ থেকে অভিযোগ পাচ্ছিলেন যে, বিশেষ করে মাসের প্রথম দিকে বিভিন্ন ব্যাঙ্কে পেনশন তুলতে গেলে তাঁদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। মূলত, প্রবীণ নাগরিকরাই এব্যাপারে জেলাশাসকের হস্তক্ষেপ চান। 

এই বিষয় নিয়ে গত ২৯ মে পূর্ব বর্ধমান জেলাস্তরের ডিএলআরসি ও ডিসিসি বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। প্রবীণ নাগরিকদের জন্য প্রতিটি ব্যাংকে প্রতি মাসের প্রথম সপ্তাহে একটি করে বিশেষ কাউণ্টার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই এ ব্যাপারে জেলার সমস্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বুধবার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});