Headlines
Loading...
দক্ষিণ দিনাজপুর প্রথমবারের মত পেতে চলেছে মহিলা আইএএস জেলাশাসক

দক্ষিণ দিনাজপুর প্রথমবারের মত পেতে চলেছে মহিলা আইএএস জেলাশাসক


ফোকাস বেঙ্গল ডেস্ক, দক্ষিণ দিনাজপু্‌রঃ দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথমবার কোন মহিলা আইএএস জেলাশাসক হয়ে আসছেন। বর্তমান জেলাশাষক শারদ কুমার দ্বিবেদী ৯ মাসের মাথায় বদলি হয়ে যাচ্ছেন রাজ্য পরিবার ও সমাজকল্যাণ বিভাগের যুগ্ম অধিকর্তা হয়ে। তাঁর জায়গায় আসছেন শ্রীমতী দীপা প্রিয়া। চলতি অথবা আগামী সপ্তাহের প্রথমে জেলার দায়িত্বভার গ্রহন করতে শ্রীমতী দীপা প্রিয়া জেলায় পৌছবেন। বর্তমান জেলাশাষক শারদ কুমার দ্বিবেদী তাঁর সময়কালে দক্ষতার সাথে প্রশাসনিক কাজ সামলেছেন। গত বন্যার সময় খুবই দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন তিনি। জেলাবাসির আশা, নতুন জেলাশাসকও দক্ষতার সঙ্গে জেলা পরিচালনা করবেন। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});