ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃবাবার কাছে ইদের জন্য নতুন জামা কেনার ৫০০ টাকা না পেয়ে ঘরে রাখা কীটনাশক খেয়ে আত্মঘাতী হল ছেলে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৃষ্ণবাটি গ্রামে। শনিবার ঈদের আগে এই ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মৃত বালকের নাম আজগর আলি সেখ (১৬)।
আজগরের বাবা আলি নওয়াজ জানান, ইদের জন্য দুই মেয়ে ও এক ছেলেকে নতুন জামা কিনে দিয়েছিলেন। শুধুমাত্র ছেলের জন্যই তিনি ১৫০০ টাকা দিয়ে জামা-প্যাণ্ট কিনে দিয়েছিলেন। কিন্তু তারপরেও শুক্রবার সকালে ছেলে আজগর আলি সেখ বাবার কাছে আরও ৫০০ টাকা চায়। বাবা পেশায় গরু-মোষের ব্যবসায়ী। বাবা জানিয়েছিলেন, তিনি ব্যবসার কাজে বের হচ্ছেন। ফিরে এসে ছেলের চাহিদা মেটাবেন। কিন্তু তাতে খুশী হতে পারেনি আজগর। আর সেই অভিমানে চাহিদা মত টাকা না পেয়ে আত্মঘাতী হল ছেলে।
আলি নওয়াজ জানান, শুক্রবার সকালে ছেলে পাঁচশো টাকা চায় তার কাছে ইদে নতুন জামা কেনার জন্য। তিনি ছেলেকে বলেন কাজ থেকে ফিরে টাকার বিষয়টি দেখবেন। কিন্তু অভিমানী ছেলে বাড়িতে রাখা কীটনাশক খায়। সঙ্গে সঙ্গেই তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এদিন দুপুরেই মৃত্যু হয় তার। শনিবার ঈদের আগে এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে নেমে এসেছে।
আজগরের বাবা আলি নওয়াজ জানান, ইদের জন্য দুই মেয়ে ও এক ছেলেকে নতুন জামা কিনে দিয়েছিলেন। শুধুমাত্র ছেলের জন্যই তিনি ১৫০০ টাকা দিয়ে জামা-প্যাণ্ট কিনে দিয়েছিলেন। কিন্তু তারপরেও শুক্রবার সকালে ছেলে আজগর আলি সেখ বাবার কাছে আরও ৫০০ টাকা চায়। বাবা পেশায় গরু-মোষের ব্যবসায়ী। বাবা জানিয়েছিলেন, তিনি ব্যবসার কাজে বের হচ্ছেন। ফিরে এসে ছেলের চাহিদা মেটাবেন। কিন্তু তাতে খুশী হতে পারেনি আজগর। আর সেই অভিমানে চাহিদা মত টাকা না পেয়ে আত্মঘাতী হল ছেলে।
আলি নওয়াজ জানান, শুক্রবার সকালে ছেলে পাঁচশো টাকা চায় তার কাছে ইদে নতুন জামা কেনার জন্য। তিনি ছেলেকে বলেন কাজ থেকে ফিরে টাকার বিষয়টি দেখবেন। কিন্তু অভিমানী ছেলে বাড়িতে রাখা কীটনাশক খায়। সঙ্গে সঙ্গেই তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এদিন দুপুরেই মৃত্যু হয় তার। শনিবার ঈদের আগে এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে নেমে এসেছে।

