বাড়ির মালিক মনতোষ বর্ধন বলেন,পেঁচাটি বাড়ির সামনে আহত হয়ে পড়েছিল।তারপর পেঁচাটি আস্তে আস্তে বাড়িতে ঢুকে পড়ে।আমরা তখন পেঁচাটির প্রাথমিক চিকিৎসা করি।এবং বনদপ্তরে যোগাযোগ করি।
বনদপ্তরের প্রতিনিধি সমীর হাজরা বলেন,পেঁচাটি হুদোল পেঁচা।পেঁচায় পেঁচায় কামড়াকামড়ি করেছে বলে প্রাথমিক অনুমান। আমরা পেঁচাটিকে কাটোয়া বনদপ্তর হয়ে বর্ধমানে চিকিৎসার জন্য পাঠিয়ে দেব। বাড়ির লোকজন ও স্থানীয়রা সকলেই চান পেঁচাটি দ্রুত সুস্থ হয়ে উঠুক।