ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: গত বছর ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই সাবধান হতে চাইছে পূর্ব বর্ধমান জেলা। সেই লক্ষ্যেই বুধবার সাফাই অভিযানে নামলেন স্বয়ং জেলা সভাধিপতি। এদিন সাত সকালেই ঝাঁটা, কোদাল হাতে সভাধিপতির সাথে সাফাই অভিযানে যুক্ত হন বর্ধমান জেলা পরিষদের সদস্য বাগবুল ইসলাম, গার্গী নাহা, নুরুল হাসান সহ বর্ধমান ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী দাস রজক প্রমুখরাও।
সভাধিপতি জানান ,গত বছর সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও ডেঙ্গু সহ নানা পতঙ্গবাহিত রোগ ছড়িয়ে পড়ে. তার সঙ্গে গোটা জেলায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্কও। এবার তা থেকে সাধারণ মানুষকে আগে থেকেই সচেতন করতে পথে নেমেছেন তিনি। সভাধিপতি জানান,প্রশাসনের পক্ষ থেকে তারা শহরের মানুষের কাছে আবেদন রাখছেন তারা যেন নিজের নিজের বাড়ির আশপাশ নিজেরাই পরিষ্কার পরিছন্ন রাখেন। অপরিষ্কার থাকলে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
অসুবিধা হলে স্থানীয় পঞ্চায়েত কিংবা পুরসভাকে জানাতে হবে।
জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতেই পূর্ব বর্ধমান জেলায় বেশ কয়েকজন ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
ছবি - সুরজ প্রসাদ