Headlines
Loading...
মাথায় চাঁই পরে সুপারভাইজারের মৃত্যু বর্ধমান  মেডিকেলে

মাথায় চাঁই পরে সুপারভাইজারের মৃত্যু বর্ধমান মেডিকেলে

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:নির্মাণ কাজ তদারকি করার সময় নির্মীয়মান ভবনের ওপর থেকে কর্তব্যরত শ্রমিকদের ফেলা সিমেন্টের চাঁই মাথায় পরে মৃত্যু হল সুপারভাইজারের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বর্ধমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে। মৃত সুপারভাইজারের নাম শুকুর আলী মন্ডল। জানা গেছে মেডিকেল ক্যাম্পাসে একটি ৯ তলা ভবন নির্মাণের কাজ চলছিল। ওই ব্যাক্তি বিল্ডিংয়ের নীচে দাঁড়িয়ে কাজের দেখাশোনা করছিলেন। শ্রমিকদের ওপর থেকে কোনো কিছু ফেলতে বারণ করা হয়েছিল। কিছুক্ষন ভাঙা চাঁই ফেলা বন্ধও ছিল।
কিন্তু হটাৎই বুঝতে না পেরে আবার ফেলতে শুরু করে শ্রমিকরা। সেই সময় শুকুর আলি নিচে দাঁড়িয়ে ছিলেন। সরাসরি একটি চাঁই তার মাথায় এসে পরে। গুরুতর আহত অবস্থায় শ্রমিকরাই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু কিছুক্ষনের মধ্যেই মারা যান তিনি। শুকুর আলী মন্ডলের বাড়ি নদীয়া জেলার চাকদা রাওতা গ্রামে। 
                                    
                                      ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});