ফোকাস বেঙ্গল ডেস্ক,দক্ষিণ দিনাজপুরঃ বসত বাড়ি লাগোয়া জুতোর গোডাউনে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল লক্ষাধিক টাকার সামগ্রী। পাশাপাশি আরও পাঁচটি বাড়ি আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার রাতে এই ভয়াবহ অগিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালীতলা সুপার মার্কেটে। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুন লাগার পর বাড়ির ভেতরে রাখা গ্যাসের সিলিন্ডার ফেটে যাওয়ায় আগুন আরও তীব্র আকার ধারন করে। ঘটনাস্থলে পৌছায় দমকল বাহিনীর চারটি ইঞ্জিন ও গঙ্গারামপুর থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে বালুরঘাট থেকে যায় আরও একটি ইঞ্জিন। প্রায় ৩ ঘণ্টা দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গিয়েছে, গঙ্গারামপুরের কালীতলা এলাকার বাসিন্দা নারায়ণ ঘোষের একটি জুতোর দোকান আছে। দোকানের পাশেই বসবাসের বাড়ি।বাড়িতে কয়েক ভাই মিলে বসবাস করেন। বাড়ির পাশেই জুতার গোডাউন। বুধবার রাত ১১ টা নাগাদ হঠাৎ করে গোডাউনে আগুন লেগে যায় এবং সেই আগুন প্রকাণ্ড আকার ধারন করে। আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি ঘরগুলিতে। একের পর এক বাড়িতে রাখা গ্যাসের সিলিন্ডার ফাটতে শুরু করে। দমকল বাহিনীর ৩ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লাগে। আগুন নিয়ন্ত্রণে না আসায় বালুরঘাট থেকে একটি ইঞ্জিন গিয়ে যোগ দেয়। প্রায় রাত ১ টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
গোডাউনের মালিক নারায়ণ ঘোষ জানিয়েছেন, কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী ছিল গোডাউনে। কিভাবে আগুন লেগেছে, তা তিনি জানেন না। অন্যদিকে দমকল বাহিনীর অধিকর্তা জানিয়েছেন, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।