Headlines
Loading...
কাটোয়ায় আগুনে পুড়ে মারা গেল তিনটি গরু

কাটোয়ায় আগুনে পুড়ে মারা গেল তিনটি গরু

ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া:আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল তিনটি গরু।ঘটনাটি ঘটেছে কাটোয়ার  ২নংব্লকের গাজীপুর গ্রাম পঞ্চায়েতের দেয়াসীন গ্রামের পশ্চিমপাড়ায়।স্থানীয় সূত্রে জানা গেছে,বুধবার রাতে দেয়াসীন গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা সাধন ঘোষের গোয়ালঘরে আগুন লেগে তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়। গোয়ালঘরে দেওয়া মশা মারার ধূপ থেকেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

সাধন বাবু জানান,রাত সাড়ে তিনটের সময় গরুদের ছটফটানিতে তাঁর ঘুম ভেঙে যায়, গোয়ালঘরে গিয়ে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে। স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও গরুগুলিকে বাঁচানো যায় নি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});