ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রবিবার সকালে বর্ধমান শহরের তিনকোণিয়া বাসস্ট্যাণ্ড এলাকায় ১০চাকা লরীর ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম অমিত মালো (২৫)। বাড়ি ছোটনীলপুর আমবাগান নতুনপল্লী এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে মোটরবাইক নিয়ে অমিত মালো বর্ধমান ষ্টেশনে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে একটি দশচাকার লরী তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অমিত দিল্লীতে একটি জল সরবরাহ সংস্থায় কাজ করতেন। এই ঘটনায় পুলিশ লরীটিকে আটক করেছে।