ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: দিদি ঠাকরুনের পুজো উপলক্ষ্যে শনিবার মেতে ওঠে কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থূলী গ্রাম। বসন্ত ও কলেরা রোগের হাত থেকে রেহাই পেতে প্রতিবছরই এই পুজো করা হয় বলে জানান গ্রামের বাসিন্দারা। কথিত আছে প্রাচীনকালে একসময় মুস্থূলী গ্রামে কলেরা ও বসন্ত রোজের প্রাদুর্ভাব দেখা দিলে দিদিঠাকরুনের আরাধনা করে গোটা গ্রাম রক্ষা পায়। তারপর থেকেই গ্রামের মানুষ আজ পর্যন্ত ভক্তিভরে দিদিঠাকরুনের পুজো করে থাকে।
গবেষকদের মতে, দিদিঠাকরুন হলেন লোক চণ্ডী ও গ্রামীণ লোক দেবী। এলাকার মানুষেরা জানাচ্ছেন তিনি কলেরা ও বসন্ত রোগের দেবী। তবে সন্তান লাভের আশাতেও বহু নারী দিদি ঠাকরুনের পুজো করে থাকেন । জল,কলা ও মণ্ডা সহযোগে এই দেবীর পুজো হয়ে থাকে। পুজোকে ঘিরে গোটা গ্রাম জুড়ে এদিন বিশেষ উদ্দীপনা দেখা যায়।