Headlines
Loading...
রাজ্যে প্রথম বর্ধমান পুরসভার উদ্যোগে  খোলা হল 'রৌদ্রবৃষ্টি' বিপণন কেন্দ্র

রাজ্যে প্রথম বর্ধমান পুরসভার উদ্যোগে খোলা হল 'রৌদ্রবৃষ্টি' বিপণন কেন্দ্র


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রাজ্যের মধ্যে প্রথম বর্ধমান পুরসভার উদ্যোগে খোলা হল 'রৌদ্রবৃষ্টি' বিপণন কেন্দ্র। বাজার অপেক্ষা  ২০থেকে ৩০ শতাংশ কম দামে নিত্য ব্যবহার্য জিনিস এখানে কিনতে পারবেন সাধারণ মানুষ। বুধবার এই কেন্দ্রের উদ্বোধন করলেন বর্ধমান পুরসভার পুরপতি ডা. স্বরূপ দত্ত। শহরের হকার্স মার্কেটে এই বিপণন কেন্দ্রটি খোলা হয়েছে।

পুরপতি জানিয়েছেন,এর আগে কলকাতার বিধাননগরে কর্পোরেশনের অধীন এই ধরণের সস্তার বিপণন কেন্দ্র চালু হয়েছে। বর্ধমানে পুরসভার উদ্যোগে ৩৩লক্ষ টাকা ব্যায়ে এই বিপণন কেন্দ্র খোলা হল ,যা রাজ্যের মধ্যে প্রথম। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত বিপণন কেন্দ্রটি খোলা থাকবে। পুরসভার ৬জন কর্মীও এখানে থাকবেন বলে এদিন জানান পুরপতি। 

অন্যান্যদের মধ্যে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার বিভিন্ন ওয়ার্ডের  কাউন্সিলাররাও। শহরের বুকে কম দামে নিত্য ব্যবহার্য জিনিসের বিক্রয় কেন্দ্র তৈরী হওয়ায় খুশি শহরের বাসিন্দারাও। 
                                                                                                   ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});