ফোকাস বেঙ্গল ডেস্ক,গুসকরা:আগামী ২০মার্চ বর্ধমানের সাই কমপ্লেক্স মাঠে প্রস্তাবিত মুখ্যমন্ত্রীর জনসভা এবং প্রশাসনিক সভা বাতিল হয়েছে। পরিবর্তে ঐদিনেই শুধুমাত্র প্রশাসনিক সভা হবে আউশগ্রামের শিবদায়। শুক্রুবার নবান্ন থেকে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কাছে সভাস্থল পরিবর্তনের নির্দেশ আসার পরেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে যায়। শনিবার প্রথমে মুখ্যমন্ত্রীর সভাস্থল গুসকরা কলেজ মাঠ ঠিক হলেও পরে সেটাও পরিবর্তন করে ঠিক করা হয় জাতীয় সড়কের ধারে শিবদায়। পরে সেই স্থান পরিদর্শনে যান জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব,জেলা পুলিশ সুপার কুনাল আগারওয়াল সহ প্রশাসন ও পুলিশের একঝাঁক আধিকারিক।
ছবি - সুরজ প্রসাদ