ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: এই রাজ্যে মূর্তি বিতর্কে এবার নতুন সংযোজন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহেরুর পূর্ণাবয়ব মূর্তিতে এবার কালির দাগ।
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পৌরসভার টেলিফোন ময়দানে জওহরলাল নেহেরুর একটি পূর্ণাবয়ব মূর্তি রয়েছে। একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি সেই মূর্তিটিতে কালি মাখিয়ে দেয়। মূর্তিটি ভাঙারও চেষ্টা করে।এই ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে।
কাটোয়া পৌরসভার পক্ষ থেকে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে কাটোয়া থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে।পৌরসভার কর্মীরা নেহেরুর মূর্তি থেকে কালি মোছার কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে।