Headlines
Loading...
গলসির কাছে বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের

গলসির কাছে বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: দুর্গাপুর থেকে কলকাতা যাবার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে বর্ধমানের গলসী থানার বেলগ্রামে ২নং জাতীয় সড়কে। মৃতদের নাম সুরেশ ঠাকুর (৩০) এবং রাজেন কুমার ঝা (২৪)। রাজেন দুর্গাপুরের চণ্ডীতলার বাসিন্দা। অপরদিকে সুরেশ ঠাকুর কলকাতা নিমতলা মহাশ্মশানের প্রধান পুরোহিত ছত্রপতি ঠাকুরের ছেলে।

সুরেশের মামা অরুণ কুমার ঝা জানিয়েছেন, সুরেশ প্রায় সপ্তাহ খানেক আগে দুর্গাপুরে আসে।  সেখানেই তার মামারবাড়ি এবং শ্বশুরবাড়ি। মামার ছেলে রাজেনকে সঙ্গে নিয়ে সে বাইকে চেপে কলকাতায় ফিরছিল। গলসির কাছে বেলগ্রামে জাতীয় সড়কের ওপর মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে  ডিভাইডারে ধাক্কা মারলে দুজনেই রাস্তার ওপর ছিটকে পড়ে। ঠিক এই সময় অজানা একটি গাড়ি তাদের পিষে দিয়ে চলে যায়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। 







(adsbygoogle = window.adsbygoogle || []).push({});