Headlines
Loading...
বর্ধমানের পালিতপুরে চাষের জলের দাবীতে রাস্তা অবরোধ চাষীদের

বর্ধমানের পালিতপুরে চাষের জলের দাবীতে রাস্তা অবরোধ চাষীদের


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:চাষের জন্য ডিভিসির সেচ খালের জল বন্ধ হয়ে যাওয়ায় বুধবার বর্ধমান ১নং ব্লকের পালিতপুর এলাকার চাষীরা কাটোয়া সিউড়ি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন। অবরোধের জেরে কাটোয়া সিউড়ি রোডের সংযোগকারী পালিতপুর তালিত রোডে সৃষ্টি হয় ব্যাপক যানজট। বর্ধমান এবং কাটোয়া মুখী সমস্ত গাড়ি দীর্ঘক্ষণ আটকে পড়ে অবরোধে। নাকাল হতে হয় সাধরণ মানুষকে। এদিন তালিত, সরাইটিকর, নতুনগ্রাম, চাণ্ডুল সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় হাজার খানেক চাষী অবরোধে সামিল হয়। পরে দেওয়ানদিঘী থানার পুলিশ গিয়ে চাষীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেয়।
উল্লেখ্য, এই রাস্তাতেই রয়েছে একাধিক বড়বড় কারখানা। অবরোধের জেরে কারখানার গাড়ি আটকে পড়ায় তার প্রভাব এসে পড়ে বর্ধমান - কাটোয়া রোডেও। আটকে পড়ে পণ্যবাহী ট্রাক, লরি সহ যাত্রীবাহী বাস। অবরোধকারী চাষীরা জানান, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ডিভিসির সেচখালে জল দেবার পর আচমকাই জল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এরফলে চাষের জমিতে সদ্য রোয়া বোরো ধান জলের অভাবে শুকিয়ে যাচ্ছে।
                                                                                                                 ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});