ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:শিক্ষকরা মনের উন্নতি ঘটান, আর ইঞ্জিনিয়াররা মেধাকে ব্যবহার করে দেশের উন্নয়ন এগিয়ে নিয়ে যান। তাই শিক্ষক ও ইঞ্জিনিয়ারদের মেলবন্ধনে দেশের দ্রুত উন্নতি সম্ভব। শনিবার বর্ধমানের রবীন্দ্রভবনে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারস এ্যাসোসিয়েশনের দুদিন ব্যাপী দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা বিডিএ-র চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি এদিন এই বক্তব্যের পাশাপাশি ইঞ্জিনিয়ারদের সতর্ক করে দিয়ে বলেন,পেশাগত দাবিদাওয়ার জন্য আপনারা সঙ্ঘবদ্ধভাবে লড়াই করুন। কিন্তু যুক্তির বাইরে কিছু পাবার জন্য হাত বাড়াবেন না। তাহলে হতে পারে আপনাদের অজান্তে হাত কেউ মুচড়ে দেবে।
এদিনের সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, রাজ্যের উন্নয়নে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনস্বীকার্য। রাস্তা-ঘাট থেকে শুরু করে ইমারত তৈরিতে এনাদের ছাড়া কিছুই হবে না। ইঞ্জিনিয়ারদের দাবিদাওয়া থাকতেই পারে,সরকার সেই সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করছে। কিন্তু কাজের ক্ষেত্রে তাঁদেরকেও বুঝতে হবে প্রশাসনিক ও রাজনৈতিক অসুবিধার জায়গাগুলিকে। তাহলে কাজের সময় জটিলতা তৈরী হবেনা। যেসব ক্ষেত্রে কাজ করতে গিয়ে সমস্যা তৈরী হচ্ছে, সেসব ক্ষেত্রে একটু মানবিক হয়ে কাজ করার জন্য তিনি এদিন ইঞ্জিনিয়ারদের পরামর্শ দেন।
এদিনের সম্মেলন থেকে সুষ্ঠ বদলি নীতি ও পদমর্যাদা সহ বেশ কিছু দাবি-দাওয়াও রাখেন ইঞ্জিনিয়াররা।
ছবি - সুরজ প্রসাদ

