ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: 'মানববন্ধু' ডাঃ নন্দদুলাল চট্রোপাধ্যায়ের মৃত্যুদিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল কাটোয়া পুরসভা।দরিদ্র মানুষদের পাশে থাকার জন্য কাটোয়ায় 'মানববন্ধু' হিসাবে পরিচিত হন নন্দদুলালবাবু। ১৯১৭ সালের ১৭ জুলাই কাটোয়া শহরেই জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৯ সালে কাটোয়া কংগ্রেস আয়োজিত ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্ম শতবর্ষ পালন অনুষ্ঠানে তাঁকে 'মানববন্ধু' আখ্যা দেন শান্তিনিকেতনের তৎকালীন উপাচার্য ডঃ সাধন বসু।
১৯৯৯ সালের ১২ ফেব্রুয়ারী নন্দদুলালবাবুর মৃত্যুর পর কাটোয়া পুরসভা ও স্মৃতি রক্ষা কমিটির যৌথ উদ্যোগে কাটোয়া শহরে তাঁর একটি মর্মর মূর্তি প্রতিষ্ঠা করা হয়।
সোমবার তাঁর মৃত্যুদিনটির স্মরণে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কাটোয়া পুরসভার কাউন্সিলার ভাস্কর মণ্ডল,সুফল রাজোয়ার, সুদীপ্তময় ঘোষ, অভিরাম হালদার,কাটোয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান শুভ্রা রায়, প্রমুখ।