Headlines
Loading...
পূর্ব বর্ধমানে যুবক খুনের ঘটনায় সিআইডি তদন্তের দাবিতে জিটি রোড অবরোধ

পূর্ব বর্ধমানে যুবক খুনের ঘটনায় সিআইডি তদন্তের দাবিতে জিটি রোড অবরোধ


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমানের কৃষ্ণপুরে যুবক খুনের ঘটনায় সিআইডি তদন্তের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় প্রায় দেড় ঘন্টা জিটি রোড অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে এদিন সন্ধ্যে পাঁচটার পর থেকে যান চলাচল ব্যাহত হওয়ায় রীতিমত বিপাকে পড়েন পথচারী থেকে যানবাহনও। ক্ষুব্ধ হয়ে পড়েন আটকে পড়া মানুষজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। 
প্রসঙ্গত গত ১৮ জানুয়ারী খুন হন বর্ধমান থানার কৃষ্ণপুর গ্রামের যুবক নজরুল ইসলাম বিশ্বাস। এদিন স্থানীয় একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে দুই মহিলা এবং পরে মৃতের মোবাইল ফোনের সূত্র ধরে আরও দুজনকে গ্রেপ্তার করে। এর কয়েকদিন পর নজরুল ইসলামের খুনি ভেবে এলাকার মানুষ চারজনকে আটক করে ব্যাপক মারধর করে।খবর
পেয়ে বর্ধমান থানার পুলিশ তাদের উদ্ধার করতে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টাও করেন এলাকাবাসীরা।
এদিকে এই খুনের ঘটনার তদন্তে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে না বলে অভিযোগ জানিয়েছেন  
মৃতের বাবা মহম্মদ নুর ইসলাম বিশ্বাস এবং বোন জুহি খাতুন। পাশাপাশি ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজন জামিন পাওয়ায় তারা এলাকায় হুমকি ও তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও তাঁরা অভিযোগ করেছেন। মঙ্গলবার বিষয়টি নিয়ে তারা জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যান। কিন্তু পুলিশ সুপার না থাকায় তাঁরা সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করার পর আবার কার্জন গেট অবরোধ করেন। পরে বর্ধমান থানায় তাঁরা লিখিত অভিযোগ জানান।
                                                                                                     ছবি - সুরজ প্রসাদ 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});