Headlines
Loading...
বর্ধমানে মেডিকেল কলেজ হাসপাতালে ফের বিচারাধীন বন্দীর মৃত্যু

বর্ধমানে মেডিকেল কলেজ হাসপাতালে ফের বিচারাধীন বন্দীর মৃত্যু

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ফের বিচারাধীন বন্দীমৃত্যুর ঘটনা ঘটল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতের নাম আসানুর মণ্ডল ওরফে কালিপদ (৪৭)। তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার সরিষা গ্রামে। মাসদুয়েক আগে ডাকাতির কেসে তাকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে আরামবাগ থানা। তারপর থেকে আসানুর সেখানেই ছিলেন।

বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারী আসানুর অসুস্থ হলে তাঁকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়। ওইদিনই তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আসানুরের। 

মৃত আসানুরের সম্পর্কিত ভাই মদন মণ্ডল জানান তৃণমূল কংগ্রেস করার জন্য ২০০৫ সালে সিপিআইএম-এর তাড়ায় তাকে ঘর ছাড়া হতে হয়। পরে কোতোয়ালি থানা এলাকায় একটি চায়ের দোকান করে সেখানেই তিনি থাকতেন থাকতেন।কোতোয়ালি থানা আসানুর মণ্ডল সহ আরও কয়েকজনকে কয়েকবছর আগে গ্রেপ্তার করে। প্রায় সাড়ে পাঁচবছর পর জেল খাটার পর তিনি জামিন পান। এরপর দুমাস আগে ফের তাকে ডাকাতির কেসে পুলিশ গ্রেপ্তার করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});