Headlines
Loading...
১৯৫০,২৬ জানুয়ারী - ভারতের ইতিহাসে শুরু হল নতুন অধ্যায়।

১৯৫০,২৬ জানুয়ারী - ভারতের ইতিহাসে শুরু হল নতুন অধ্যায়।

ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করল ভারত। এদেশে শেষ হল ইংরেজ শাসন। কিন্তু হাতে ক্ষমতা পেলেও দেশ পরিচালনার জন্য সে সময় ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিলনা। ৪৭-এর ২৮ আগস্ট ড:বি আর আম্বেদকরকে চেয়ারম্যান করে সংবিধান গঠনের জন্য একটি ড্রাফটিং কমিটি গঠন করা হল। ১৯৪৭ সালের ৪ নভেম্বর সংবিধানের একটি ড্রাফট জমা দেওয়া হল পার্লামেন্টে। ১৯৪৯ এর ২৬ নভেম্বর ইন্ডিয়ান কন্সটিটিউয়েন্ট এসেম্বলী দ্বারা সেই সংবিধান গৃহীত হয়। সামান্য কিছু সংশোধন ও পরিবর্তনের পর ১৯৫০-এর ২৪ জানুয়ারী পার্লামেন্টের ৩০৮ জন সদস্য তাতে স্বাক্ষর করলেন। এর দুদিন পর অর্থাৎ ২৬ জানুয়ারী ভারতের সেই নতুন সংবিধান চালু করা হল। ভারতের ইতিহাসে শুরু হল নতুন অধ্যায়।
ভারতের নিজস্ব সংবিধান চালুর পর এদেশে সমাপ্তি ঘটল ইংরেজ প্রচলিত ১৯৩৫-এর গভর্নমেন্ট অব ইন্ডিয়া এক্ট -এর। 
উল্লেখ্য,১৯৩০ সালের ২৬ জানুয়ারী ভারতে ব্রিটিশের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রথম পূর্ণ স্বরাজের দাবি ওঠে। তাই এই দিনটিকেই ভারতের নতুন সংবিধান চালুর দিন হিসাবে বেছে নেওয়া হয়। দিনটি 'সাধারণতন্ত্র দিবস' হিসাবে সারা দেশে গভীর মর্যাদার সঙ্গে প্রতি বছর পালন করা হয়ে থাকে।
সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয় রাজধানী দিল্লির রাজপথে। দেশের রাষ্ট্রপতির সামনে সুসজ্জিত ও বর্ণাঢ্য প্যারেডে অংশ নেয় ভারতীয় সেনাবাহিনীর পাশাপাশি প্যারামিলিটারি ফোর্স ও অন্যান্য সিভিল ফোর্স। ভারতীয় সেনাবাহিনীর ৯-১২ টি রেজিমেন্ট এদিনের প্যারেডে অংশ নেয় যার মধ্যে থাকে নৌ-সেনা ও বায়ু সেনাও। প্রদর্শিত হয় দেশের সামরিক শক্তির পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতি। এছাড়া থাকে দেশের বিভিন্ন প্রদেশ থেকে আসা ট্যাবলো, যেগুলির মাধ্যমে তুলে ধরা হয় ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চিত্র।তাছাড়াও দেশের সবকটি রাজ্যের রাজধানীতে যথাযথ মর্যাদায় পালন করা হয়ে থাকে  'সাধারণতন্ত্র দিবস'।

Pic-1: President Rajendra Prasad (in the horse-drawn carriage) readies to take part in the first Republic Day parade on Rajpath, New Delhi, in 1950.

Pic - 2:The original text of the Preamble to the Constitution of India
picture source:https://en.wikipedia.org/wiki/Republic_Day_(India)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});