Headlines
Loading...
গ্যাসের পাইপলাইনে হঠাৎ দুর্ঘটনায় ব্যবস্থা নিতে নকল মহড়ার আয়োজন।

গ্যাসের পাইপলাইনে হঠাৎ দুর্ঘটনায় ব্যবস্থা নিতে নকল মহড়ার আয়োজন।


ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি:রাষ্ট্রায়ত্ব তেল সংস্থা ইণ্ডিয়ান অয়েল কর্পোরেশন রাজবাঁধের পক্ষ থেকে সচেতনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হল পূর্ব বর্ধমানের গলসীতে।মহড়ার মূল লক্ষ্য হলদিয়া রিফাইনারী থেকে রাজবাঁধ পর্যন্ত উচ্চচাপ সম্পন্ন ভূগর্ভস্থ পাইপলাইনে দুর্ঘটনা ঘটলে প্রাথমিক ভাবে কি করা উচিত আর কি করা যাবে না। ভূগর্ভস্থ পেট্রোলিয়ামজাত পদার্থ পরিবহনকারী পাইপলাইনে হঠাৎ দুর্ঘটনায় আপৎকালীন কি কি ব্যবস্থা নেওয়া উচিত তারই একটি নকল মহড়ার মাধ্যমে সেই  এলাকার বাসিন্দাদের সচেতন করা হলো। বৃহস্পতিবার মহড়ায় অংশ নেয় পানাগড় সেনাবাহিনীর দমকল বিভাগ, মিউচেল এড পার্টনার, পুলিশ বিভাগ ও দমকল বাহিনী। মহড়ায় আপৎকালীন পরিস্থিতিতে তেলের পাইপে লিক কিভাবে বন্ধ করা এবং তেল পাইপে আগুন লাগলে কিভাবে সেই আগুন নিয়ন্ত্রণে আনা যায় তা সংস্থার দক্ষ কর্মী ও অফিসাররা হাতেনাতে করে দেখালেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});