Headlines
Loading...
রবিবার মরসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি মোহনবাগান ইস্টবেঙ্গল।

রবিবার মরসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি মোহনবাগান ইস্টবেঙ্গল।

কৌশিক রায়, কলকাতা: মরসুমের প্রথম ডার্বিতে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় ফুটবলের চিরো প্রতিদ্বন্দ্বী দুই ক্লাব আবার মুখোমুখী। মোহনবাগান বনাম  ইস্টবেঙ্গল ডার্বিকে ঘিরে তাই টানটান উত্তেজনা শহর জুড়ে। বিশ্বকাপের মতো কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে যুবভারতী চত্বরকে। অনুর্দ্ধ ১৭ বিশ্ব কাপের পর এটাই সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ হোতে চলেছে। এই ম্যাচ ঘিরে যেমন উন্মাদনা সমর্থকদের, ঠিক তেমনি নিরাপত্তা আঁটোসাঁটো করতে বদ্ধ পরিকর বিধান নগর পুলিশ প্রশাসন। হাতে আর একটা দিন, তোলপাড় করা ডার্বি,স্বাভাবিকভাবেই লাখো দর্শকের সমাগম হবে যুবভারতীতে।

এটাই এই মরসুমের প্রথম ডার্বি হতে চলেছে। তাই যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা আটকাতে বিশ্বকাপের মতোই কড়া নিরাপত্তায় মুড়ে দিতে চাইছে বিধান নগর পুলিশ। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে ,মোবাইল ফোন ও মানি ব্যাগ ছাড়া আর কিছুই নিয়ে মাঠের ভেতর ঢোকা যাবে না। মোহন-ইস্ট হাই ভোল্টেজ ম্যাচে সমর্থকদের আবেগে যাতে কোনো রকম ক্ষয় ক্ষতি না হয় নতুন ভাবে সাজানো যুব ভারতী, তার জন্যই কড়া নিরাপত্তা বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এদিকে ডার্বির রণকৌশল ঠিক করতে এখন  তৎপর মোহন বাগান ইস্ট বেঙ্গল ক্লাবের খেলোয়াড় থেকে কোচ ও ক্লাব কর্তারা। দুই দলই নিজেদের খুঁত ঢেকে আগামীকাল ঝাঁপিয়ে পড়তে বদ্ধপরিকর।
যুব ভারতীতে এই মুহূর্তে থাকা  সিসিটিভি ক্যামেরা ছাড়াও নিরাপত্তার স্বার্থে  বসানো হচ্ছে আরো ক্যামেরা। মোহন বাগান সমর্থকদের ঢোকার গেট ১ ও ২ নম্বর। ৪ ও ৫ নম্বর দিয়ে ঢুকতে পারবে ইস্ট বেঙ্গল সমর্থকরা। ম্যাচ শুরু দুপুর ২ টোয় । গেট খোলা হবে সকাল ১১ টায়। জলের বোতল ও খাবারের প্যাকেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ  করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে ক্লাবের পতাকা নিয়ে ঢোকা। 
মরসুমের প্রথম ডার্বিতে বহু চর্চিত মোহনবাগান-ইস্টবেঙ্গল যখন মুখোমুখি তখন নিরাপত্তার কড়াকড়ি তো থাকবেই। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});