ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:আজকের এই দ্রুত গতির জীবনে আমরা অনেকেই নিজেদের শরীরের প্রতি খুব সচেতন থাকতে পারিনা। সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত ভাবে। কখন যে নিজেদের অজান্তে শরীরে রোগ বাসা বাঁধছে তা টের পেতে অনেক সময়ই দেরি হয়ে যায়। মেডিকেল রিপোর্টের এক পরিসংখ্যায়ন বলছে,প্রতিদিনের কর্মব্যস্ততা আর মানসিক চাপের কারণে দিন দিন বেড়ে চলেছে ব্লাড সুগারে আক্রান্ত রুগীর সংখ্যা। নির্দিষ্ট সময়ান্তর চেকআপ না করানোর ফলে বাড়তে থাকে সমস্যা। আর সমস্যা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে গেলে তখন সম্বিৎ ফেরে আমাদের।
রেমেডি ডায়বেটিস ক্লিনিকের অন্যতম কর্ণধার ডা:সৈয়দ নইমুল হক জানান, এই ক্লাবের সদস্যদের জন্য এক অভিনব ও কার্যকরী সুযোগ নিয়ে আসা হয়েছে। যা বর্ধমানে প্রথম। একবার এই ক্লাবের সদস্য হয়ে গেলে কতৃপক্ষই নির্দিষ্ট সময়ে রুগীকে জানিয়ে তাঁর বাড়ি থেকেই রক্ত সংগ্রহ করে নিয়ে এসে রিপোর্ট তৈরী করে দেবে। পাশাপাশি সু চিকিৎসার পরামর্শও দেবেন প্রখ্যাত ডাক্তারবাবুদের মাধ্যমে। তিনি জানান,প্রতিমাসে ১০০টাকা ব্যায়ে ব্লাডসুগার চেক করানো এবং নির্দিষ্ট সময়ে মনে করে ডাক্তারবাবুর কাছে যেতে অনেকেই ভুলে যান। রেমেডি ক্লিনিক এই জায়গাতেই মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। নইমুল বাবু আরও জানান,খুব শীঘ্রই হার্ট,নিউরো,গাইনো বিভাগের জন্যেও বর্ধমানের খোসবাগানে ক্লিনিক চালু করতে চলেছেন।
চিকিৎসকেরা বলছেন,ব্লাডসুগার কেড়ে নিতে পারে আপনার চোখ,কিডনি,পা,হৃদপিন্ড প্রভৃতি অঙ্গ। দরকার প্রতি মাসে একবার করে শরীরের ব্লাডসুগারের পরিমাপ পরীক্ষা করা। প্রতিমাসে একবার করে ব্লাডসুগার চেক করলে সঠিক চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব শরীরের এই চরম শত্রুকে। আর এই সুযোগ বর্ধমান জেলাবাসীর কাছে নিয়ে এলো "রেমেডি,ব্লাডসুগার ক্লাব"।বর্ধমান শহরের রানীসায়ের পশ্চিমপাড়ে শুক্রুবার থেকে রেমেডি ক্লিনিকে চালু হলো সর্ব সাধারণের জন্য এই পরিষেবা। মাত্ৰ ৫০০ টাকায় সারা বছর প্রতি মাসে একজন ব্যাক্তি তাঁর ব্লাডসুগার পরীক্ষা করতে পারবেন এই ক্লাবের সদস্য হয়ে গেলেই।