Headlines
Loading...
মাওবাদীদের হাতে নিহত ও আহত পরিবারগুলি ১০ দফা দাবী পেশ।

মাওবাদীদের হাতে নিহত ও আহত পরিবারগুলি ১০ দফা দাবী পেশ।


ফোকাস বেঙ্গল ডেস্ক, ঝাড়গ্রাম: ২০০৭ সাল থেকে মাওবাদী আক্রমনে জঙ্গলমহলে বহু মানুষ শহীদ ও অপহৃত হয়েছে ।ঐ সব পরিবার গুলি অতিব কষ্টে জীবিকা নির্বাহ করছে।মুখ্যমন্ত্রী ঘোষনা করেছিলেন যে মাওবাদী আক্রমনে মৃত ও নিখোঁজ পরিবার গুলিকে সরকারি সাহায্য পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। কিন্ত বহু দপ্তরে ঘুরেও কোন রুপ আশার আলো দেখতে পায়নি পরিবার গুলি ,তারা যে তিমিরে ছিল সেই তিমিরে আছে ।

বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নং ব্লকের প্রায় ৪০ টি গ্রামের অবহেলিত এই  মানুষ গুলি লালগড় বিডিও অফিসে ১০ দফা দাবী নিয়ে ডেপুটেশন দেয়। তাঁদের মূলদাবী গুলি ছিল, নিহত পরিবারকে কেন্দ্র থেকে ১০ লক্ষ্য ও রাজ্য থেকে ৫ লক্ষ্য টাকা ক্ষতিপূরণ দিতে হবে। শহীদ পরিবার গুলির প্রত্যেক পরিবারকে একটি সরকারি চাকরি দিতে হবে। মাওবাদী আক্রমনে শারিরীক ভাবে অক্ষম ও প্রতিবন্ধী ব্যাক্তিদের সরকারি সাহায্য দিতে হবে। মাওবাদী আক্রমনে ক্ষতিগ্রস্থের চিকিৎসার দায়িত্ব ও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনতে হবে। শহীদ পরিবার গুলি ছেলেমেয়ের পড়াশুনার সরকারি সাহায্য দিতে হবে । মাওবাদী আক্রান্ত নিখোঁজ পরিবারগুলিকে মৃত বলে ঘোষনা করতে হবে। মৃত ব্যাক্তির স্ত্রীদের বিধবা ভাতা দিতে হবে। ঘরছাড়া পরিবার গুলিকে পুর্নবাসন দিতে হবে। বেকার ভাতা ও আমার বাড়ী যোজনায় সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। কৃষি ঋন মুকুব করতে হবে । লালগড়ের সমষ্টি উন্নয়ন আধিকারিক  সমস্ত বিষয়  খতিয়ে দেখবেন এবং সমস্ত দাবী উচ্চত্তর আধিকারিককে জানাবেন বলে আশ্বাষ দেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});