Headlines
Loading...
ন্যাকের স্বীকৃতি পেল বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়।

ন্যাকের স্বীকৃতি পেল বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়।



পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাকড্রিয়েশন কাউন্সিল বা NAC -এর  পাওয়া রিপোর্ট অনুযায়ী দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান (RUSA)-এর জন্য আবেদনের স্বীকৃতি পেল। পাশাপাশি দশ বছর আগে পাওয়া 'সি' গ্রেড থেকে 'বি' প্লাস গ্রেডে উন্নিত করা হয়েছে এই কলেজকে। দীর্ঘদিন পর কলেজের এই উন্নতিতে স্বভাবতই খুশি বালুরঘাটের মহিলা মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে কলেজের উন্নয়নের জন্য এখন কেন্দ্র সরকারের বরাদ্দও বাড়বে বলে কলেজ সূত্রে জানানো হয়েছে।  

পাঁচ বছর অন্তর ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাকড্রিয়েশন কাউন্সিল বা NAC পরিদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। চলতি মাসের ৬ ও ৭ নভেম্বর বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় পরিদর্শনে আসে ন্যাক -এর প্রতিনিধি দল। রাজ্যের অন্যান জেলার বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান(কলেজ) ঘুরে দেখেন তাঁরা। এর মধ্যে দক্ষিণ দিনাজপুরের সরকারি প্রতিষ্ঠান বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় পরিদর্শক দলের বিচারে ২.৬৫ পয়েন্ট পেয়ে 'বি' প্লাস গ্রেড পেয়েছে। এর ফলে আগামী দিনে RUSA-র কাছে আবেদনের জন্য স্বীকৃতি পেল বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়। RUSA-র কাছে আবেদন করতে পারলে আগামী দিনে কলেজের উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ আরও বেড়ে যাবে বলে কলেজ সূত্রে জানা গেছে। এছাড়াও অন্য সুযোগ সুবিধা পাবে কলেজ। 
আগামী দিনে কলেজের উন্নতি আরও কীভাবে করা যায় তা নিয়ে বৃহস্পতিবার  বিকেলে কলেজে একটি মিটিং হয়। সেখানে কলেজের অধ্যক্ষ বিমান চক্রবর্তী সহ পরিচালন সমিতির অন্য সদস্যরা হাজির ছিলেন। 

অধ্যক্ষ বিমান চক্রবর্তী জানান, চলতি মাসের ৬ ও ৭ তারিখ NAC-র টিম কলেজ পরিদর্শনে আসে। কলেজের বিভিন্ন বিষয় খতিয়ে দেখে NAC-এর প্রতিনিধি দল। দু’দিন পরিদর্শনের পর রিপোর্ট প্রকাশ করা হয়। সেই রিপোর্টে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় ২.৬৫ পয়েন্ট পেয়ে 'বি' প্লাস গ্রেড পেয়েছে। এর ফলে এবার RUSA-র কাছে আবেদনের দাবিদার হওয়া গেলো। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});