Headlines
Loading...
বর্ধমানে ৯২জন ছাত্রছাত্রীকে বিআর আম্বেদকর মেধা পুরষ্কার।

বর্ধমানে ৯২জন ছাত্রছাত্রীকে বিআর আম্বেদকর মেধা পুরষ্কার।


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: মঙ্গলবার বর্ধমান টাউন হলে বি আর আম্বেদকরের জন্মদিবস উপলক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ৯২জন ছাত্রছাত্রীর হাতে মেধা পুরষ্কার তুলে দেওয়া হয়। বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু এদিন সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, এখনও সংরক্ষণের আওতায় কিছু মানুষকে তুলে ধরার চেষ্টা চলছে। কিন্তু আলাদা করে এই সংরক্ষণ থাকা উচিত নয়। তিনি বলেন, সকলের সঙ্গে সমভাবে থেকেই নিজেদের যোগ্যতাকে তুলে ধরার মধ্যে যে কৃতিত্ব রয়েছে তা নেই সংরক্ষণের মধ্যে থেকে। তিনি বলেন, এবছরের মাধ্যমিক পরীক্ষায় আদিবাসী এক ছাত্র ৯৭ শতাংশ নম্বর পেয়েছে। কিন্তু সে এই নম্বর কোনো সংরক্ষণের কোটায় পায়নি। তিনি বলেন, মনে রাখা উচিত, বি আর আম্বেদকর ভারতবর্ষের যে ভিত তৈরী করে দিয়েছেন সেখানে প্রত্যেকের উচিত তাঁর আদর্শকে অনুসরণ করা। প্রত্যেক ছাত্রছাত্রীদেরই উচিত নিজেদের যোগ্যতায় ভবিষ্যৎ তৈরী করা। কোনো সংরক্ষণের সুবিধা পেয়ে দাঁড়ানোয় কোনো গৌরব নেই। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রায় একই কথা বলেছেন বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রত্নেশ্বর রায়ও। মেধা পুরষ্কার হিসাবে ৯২জন ছাত্রছাত্রীকেই ৫ হাজার টাকা করে দেওয়া হয় এদিন।
                                                                                                                      ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});