ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আগামী জানুয়ারী মাসেই পূর্ব বর্ধমান জেলায় প্রশাসনিক বৈঠক করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একইসঙ্গে ওই সময়েই উদ্বোধন হতে পারে মাটি উৎসবেরও। আর মুখ্যমন্ত্রীর জানুয়ারী মাসের প্রশাসনিক বৈঠককে ঘিরে তাই রীতিমত যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়ে গেল প্রশাসনিক মহলে।
উল্লেখ্য, গত জুন মাসে বর্ধমানে প্রশাসনিক বৈঠক করতে এসে পূর্ব বর্ধমান জেলার ২০টি ব্লকের কিষাণ মাণ্ডিগুলিকে চালু করার নির্দেশ দিয়ে যান মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর বলে যাওয়ার পরেও এখনও জেলার সিংহভাগ কিষাণ মাণ্ডিই পুরোদমে চালু না হওয়ায় রীতিমত চিন্তায় পড়েছেন প্রশাসনিক কর্তারা। আগামী জানুয়ারি মাসের মধ্যেই জেলার সমস্ত কিষান মান্ডি গুলিকে যাতে চালু করে দেওয়া যায় তার জন্য মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার সমস্ত বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের কার্যত কড়া হুঁশিয়ারীও দেওয়া হল। যদিও চালু না হওয়ার ক্ষেত্রে এদিন বিডিও বা পঞ্চায়েত সমিতির সভাপতিরা সাফ জানিয়েছেন, কিষাণ মাণ্ডিগুলির অবস্থানই এই চালু হওয়ার ক্ষেত্রে অন্তরায়। লোকালয় বা মূল বাজার থেকে এই সমস্ত মান্ডিগুলি অনেক দূরে তৈরী হওয়ায় বাবসাদারেরা অনেকে সেখানে যেতে চাইছেন না।
এদিন বৈঠকে বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, অতিরিক্ত জেলাশাসক (কৃষি) প্রবীর চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) বাসব বন্দোপাধ্যায় প্রমুখরা হাজির ছিলেন।
প্রবীর চট্টোপাধ্যায় এদিন জানিয়েছেন, জানুয়ারী মাসের প্রথম সপ্তাহের মধ্যে যেকোনো উপায়েই এই কিষাণ মাণ্ডিগুলিকে চালু করতে হবে।
উল্লেখ্য, জেলার ২০টি কিষাণ মাণ্ডির মধ্যে মাত্র ২টি পুরোদমে চালু হয়েছে। বাকিদের মধ্যে কিছু মাণ্ডি আংশিক চালু হয়েছে এবং এখনও চালু করা যায়নি প্রায় ৭টি মাণ্ডি।
ছবি - সুরজ প্রসাদ