ফোকাস বেঙ্গল ডেস্ক,সিকিম:বছরের প্রথম তুষারপাতে সিকিমে আগত পর্যটকেরা আনন্দে মেতে উঠেছে। বরফের চাদরে ঢাকা পড়েছে ছাঙ্গু লেক,নাথুলা,বাবা মন্দির এলাকা,ইয়ুমথাং,জুলুক,জিরো পয়েন্ট সহ সিকিমের অন্যান দর্শনীয় স্থানগুলি।
পর্যটকদের ভিড়ে এখন সিকিম গমগম করছে। আগাম বুকিং ছাড়া হোটেল পাওয়া প্রায় অনিশ্চিত। গাড়ি চালকদের এখন পোয়া বারো। দার্জিলিং ও সিকিমের রাজনৈতিক উত্তাপ কিছুটা প্রশমিত হতেই পাহাড়প্রেমী পর্যটকদের বুকিংয়ের দাপটে হোটেল মালিক ও গাড়ির মালিকদের মুখে এখন চওড়া হাসি।
ইতিমধ্যেই দক্ষিন সিকিমের বেশ কয়েকটি রাস্তা বরফের চাদরে ঢাকা পড়েছে। অন্যদিকে সিকিমের তুষারপাতের ফলে সিকিম সংলগ্ন দার্জিলিং জেলার শিলিগুড়িতেও তুলনামূলকভাবে কমেছে তাপমাত্রা।স্থানীয় ব্যাবসায়ীরা জানিয়েছেন,আগামী কয়েকমাস পর্যটকদের এই ভিড় চলতে থাকলে বিগত কয়েকমাসের ক্ষতি কিছুটা পুষিয়ে যাবে।