Headlines
Loading...
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম সফরে আজ কলকাতায় রামনাথ কোবিন্দ।

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম সফরে আজ কলকাতায় রামনাথ কোবিন্দ।

ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতা:রাষ্ট্রপতি হওয়ার পর আজ, মঙ্গলবার প্রথম কলকাতায় আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ দুপুর ১টায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাঁকে রাজ্য সরকারের তরফ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। তার আগে রাষ্ট্রপতিকে কলকাতা বিমানবন্দরে ৩ সেনাবাহিনীর তরফ থেকে গার্ড অফ অনার জানানো হবে।দুপুরে নেতাজি ইনডোর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও মেয়র শোভন চট্টোপাধ্যায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠান শেষে তিনি রাজভবনে যাবেন। সেখানে বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতাদের সঙ্গে মিলিত হবেন। বিকেলে রাজভবনে বিজ্ঞান–চেতনার এক অনুষ্ঠানে থাকবেন। রাত ৮টায় রাজভবনে রাষ্ট্রপতির সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে।
আগামীকাল, বুধবার রাষ্ট্রপতির কয়েকটি অনুষ্ঠান রয়েছে। এদিন সকালে জোড়াসাঁকো যাবেন রাষ্ট্রপতি। সেখান থেকে আসবেন নেতাজি ভবনে। সকাল ৯টা থেকে ৯টা ৫০মিনিটে রাজভবনে তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি–সহ সব বিচারপতির সঙ্গে প্রাতঃরাশে মিলিত হবেন। এর পর ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত বসু বিজ্ঞান মন্দিরের এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এর পর তিনি মিলেনিয়াম জেটি থেকে লঞ্চে চেপে যাবেন বেলুড় মঠ। বেলুড় মঠ থেকে সরাসরি কলকাতা বিমানবন্দর যাবেন। সেখান থেকে তাঁর দিল্লি ফেরার কথা।‌


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});