ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বিদ্যুত চুরির মামলায় অভিযুক্ত জরিমানা জমা করে দিলেও পুলিশ এফআইআর আদালতে দাখিল না করায় অভিযুক্তের জামিন হচ্ছে না। কার্যত পুলিশের এই উদাসীনতায় রীতিমত নজীরবিহীন নির্দেশ দিলেন বিদ্যুত সংক্রান্ত মামলায় গঠিত বর্ধমানের বিশেষ আদালতের বিচারক সেখ মহম্মদ রেজা।এই ঘটনায় বৃহস্পতিবার বিচারক কালনা থানার ওসি এবং তদন্তকারী অফিসারকে শুক্রবার স্বশরীরে বর্ধমান আদালতে এফআইআর সহ হাজির হবার জন্য কালনার এসডিপিওকে নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত শনিবার কালনা থানায় বিদ্যুত চুরির একটি ঘটনায় নবকুমার দুর্লভের নামে একটি এফআইআর করা হয়। এরপরই অভিযুক্ত জরিমানা বাবদ অর্থ জমা করেন । কিন্তু এফআইআর সংক্রান্ত রিপোর্ট আদালতে না পৌঁছানোয় অভিযুক্ত এখনো জামিন পাননি। এই ঘটনায় বৃহস্পতিবার ক্ষুদ্ধ বিচারপতি কালনা থানার ওসি এবং তদন্তকারী অফিসারকে শুক্রবার স্বশরীরে বর্ধমান আদালতে এফআইআর সহ হাজির হবার জন্য কালনার এসডিপিওকে নির্দেশ দিয়েছেন। অন্যথায় এসডিপিওর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেবার হুঁশিয়ারী দিয়েছেন বিচারক।