Headlines
Loading...
বর্ধমানে প্রথম আর্ন্তজাতিক ওড়িশী নৃত্যের উৎসব।

বর্ধমানে প্রথম আর্ন্তজাতিক ওড়িশী নৃত্যের উৎসব।




ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলায় প্রথম আর্ন্তজাতিক ওড়িশী নৃত্যের আসর বসতে চলেছে। হাজির থাকছেন ওড়িশী নৃত্যের কিংবদন্তী গুরু কেলুচরণ মহাপাত্রের ছেলে রতিকান্ত মহাপাত্র ও তার সম্প্রদায়। বর্ধমান টাউন হলে আয়োজিত দুদিনের এই অনুষ্ঠানের আয়োজক বর্ধমানের প্রতিভা কালচারাল সেণ্টারের কর্ণধার পিয়ালী ঘোষ জানিয়েছেন, দুদিনে প্রায় ৪০০ ওড়িশী নৃত্যশিল্পী অংশ নেবেন। এছাড়াও জাপান, চীন, ব্যাঙ্গালোর সহ দেশের অন্যান্য রাজ্য থেকেও বিশিষ্ট ওড়িশী শিল্পীরা অংশ নেবেন। এরমধ্যে ইউ ক্যানের মত নৃত্যশিল্পী সহ বিদেশী প্রায় ৮জন শিল্পী অংশ নেবেন।
                                                                                                            ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});