Headlines
Loading...
 ৪০তম বর্ধমান বইমেলা শুরু হচ্ছে ১ ডিসেম্বর।

৪০তম বর্ধমান বইমেলা শুরু হচ্ছে ১ ডিসেম্বর।



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান অভিযান গোষ্ঠী আয়োজিত ৪০তম বর্ধমান বইমেলা শুরু হচ্ছে ১ ডিসেম্বর। ১০দিন ব্যাপী এই মেলা চলবে শহরের শাঁখারিপুকুর উৎসব ময়দানে। এই বছর মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত থাকবেন পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি দেবু টুডু।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব,বর্ধমান পৌরসভার পৌরপতি ডা.স্বরূপ দত্ত,কলকাতা পুস্তক মেলার সাধারণ সম্পাদক তথা প্রকাশক ও সাহিত্যিক ত্রিদিব চট্টোপাধ্যায় প্রমুখ।
সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এবছর বর্ধমান বই মেলার 'নিবেদিতা' মঞ্চ থেকে 'বর্ধমান স্বাধ্যায় ওয়েলফেয়ার 'কে দেবপ্রসন্ন পুরস্কারে সম্মানিত করা হবে। এই মঞ্চ থেকেই অভিযান গোষ্ঠীর পক্ষ থেকে কাঞ্চননগরে নির্মীয়মান বৃদ্ধাশ্রম 'নবনীড়' এর জন্য আর্থিক অনুদান তুলে দেওয়া হবে। এছাড়া ৩ ডিসেম্বর বিকেল ৫টায় সাহিত্যিক শৈবাল মুখোপাধ্যায়ের হাতে এই বছরের 'চিত্ত ভট্টাচার্য্য অভিযান সাহিত্য সন্মান' তুলে দেওয়া হবে। 'সমীরণ স্মৃতি সাহিত্য ও সংস্কৃতি' পুরস্কার তুলে দেওয়া হবে প্রাবন্ধিক শম্ভুনাথ কুন্ডুর হাতে।



বর্ধমান বইমেলার প্রতিষ্ঠাতা সম্পাদক সমীরণ চৌধুরীর স্মৃতিতে 'সমীরণ স্মারক বক্তৃতা' প্রদান করবেন বঙ্গীয় সাহিত্য পরিষৎ এর সভাপতি,বিশিষ্ট পুস্তক সমালোচক ও গ্রন্থকার বারিদবরণ ঘোষ।
এছাড়া বইমেলার শেষ দিনে থাকছে 'শান্তি সাহা স্মৃতি গুণীজন সম্বর্ধনা' ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বর্ধমান অভিযান গোষ্ঠীর সভাপতি স্বপন ভট্টাচার্য্য। 
   
বর্ধমান বই মেলায় স্টল সাজাতে ব্যাস্ত প্রকাশনা কোম্পানির লোকজন।                                                                                                                                                                  ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});