ফোকাস বেঙ্গল ডেস্ক,দিঘা: প্রায় ৮ লক্ষ টাকায় বিক্রি হলো ৪০কেজি ওজনের তেলিয়া ভোলা মাছ। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনা পাইকারি মাছ বাজারে আজ চল্লিশ কেজি ওজনের এই তেলিয়া ভোলা (শঙ্কর প্রজাতির) মাছ বিক্রি হল ৭ লাখ ৩০ হাজার টাকায়। বুধবার দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে বিশালাকারের ওই মাছটি বিক্রি হয়। আর মাছ দেখতে ভিড় জমায় মৎসজীবি থেকে পর্যটকেরা।
বুধবার সকালে মন্দারমণির কালিন্দীর বাসিন্দা শেখ জাকির হোসেনের বেঁউদি জালে মাছটি ধরা পড়ে। লম্বায় প্রায় পাঁচ ফুটের মাছটির ওজন ৪০ কেজি। এই ধরনের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। কিন্তু প্রজননের জন্য উপকূলে এসে ধরা পড়ে যায় মাছটি।
নিলামের জন্য বাজারে নবকুমার পয়ড়্যার আড়তে মাছটি আনার পর থেকেই দরদাম শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত বেলা ১২টা নাগাদ কেজি প্রতি মাছটির দাম ওঠে ১৯ হাজার টাকা। সবমিলিয়ে ৩৮ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছের দাম দাঁড়ায় ৭ লাখ ৩০ হাজার টাকা। মাছটি কেনে এমআরএফটি সংস্থার দেবাশিস জানা। এর আগেও এই ধরনের বড় মাছ উঠেছে দিঘাতে। তবে এবারের মাছের সাইজ ও ওজন বেশি হওয়ায় দামও মিলেছে বেশি।
স্থানীয় আড়ৎদারেরা জানিয়েছেন,এই ধরনের মাছের দাম বেশি হয় এর পটকার জন্য। কারণ এই মাছের পটকায় জীবনদায়ী মূল্যবান ক্যাপসিউলের খোল তৈরি হয়।আর এই মাছ এর মাংস ৪০০থেকে ৫০০টাকা কেজি দরেও বিক্রি হয়।