Headlines
Loading...
বর্ধমানের ক্ষুদ্র সেচ দপ্তরের আর্থিক দুর্নীতি নিয়ে সোচ্চার হল তৃণমূল ফেডারেশন।

বর্ধমানের ক্ষুদ্র সেচ দপ্তরের আর্থিক দুর্নীতি নিয়ে সোচ্চার হল তৃণমূল ফেডারেশন।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:পূর্ব বর্ধমান জেলার ক্ষুদ্র সেচ দপ্তরের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং অনিয়ম নিয়ে সোচ্চার হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের বর্ধমান জেলা শাখা।
ফেডারেশনের কোর কমিটির সদস্য জ্যোতি প্রকাশ দত্ত বুধবার একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বিগত কয়েক বছর ধরে এই দপ্তরে নানাবিধ দুর্নীতির ঘটনা ঘটে চলছিল। ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে এই ধরণের বেশ কয়েকটি ঘটনা রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সৌমেন মহাপাত্রকে জানানোও হয়েছে। বয়স ভাঁড়িয়ে কাজ করে যাওয়ায় দপ্তরের এক কর্মীকে ইতিমধ্যে সাসপেণ্ড করা হয়েছে। সম্প্রতি এই দপ্তরের এক মহিলা কর্মী জলকরের প্রায় ২ লক্ষ ৬৪ হাজার টাকা তছরুপ করার ঘটনা সামনে আসে। খোদ এজি বেঙ্গলের অডিটররা বিষয়টি ধরে ফেলেন। কিন্তু তারপরও ওই কর্মীকে কোনো শাস্তি না দিয়ে অতিরিক্ত আরও দায়িত্ব দেওয়া হচ্ছে।
জ্যোতিবাবু জানিয়েছেন,উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্ধমান শহরের রথতলা এলাকার একটি ঠিকাদার সংস্থাকে পূর্বস্থলীর শ্রীসুরা ও পারুলিয়ার ডিটিডবলু এর কাজের বরাত দেওয়া হয়েছে।
সেখানকার ডিপটিউবওয়েল সেণ্টারে পাম্প খারাপ না হওয়া সত্ত্বেও এই বরাত দেওয়াকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন জ্যোতিবাবু।
যাবতীয় আর্থিক দুর্নীতি ও অনিয়মের ঘটনা লিখিতভাবে জানানো হয়েছে মন্ত্রীকে বলে জ্যোতিবাবু জানিয়েছেন

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});