পল্লব ঘোষ,কালনা: মিশন নির্মল বাংলার অধীনে বুধবার পূর্বস্থলী-২ ব্লকের পিলা ও নিমদহ পঞ্চায়েত এলাকায় চালু করা হলো পচনশীল আবর্জনা থেকে জৈব সার তৈরির দুটি প্রকল্প। দুটি প্রকল্পে খরচ হয়েছে ৪০লক্ষ টাকা। এদিন প্রকল্প দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালনা মহকুমা শাসক নীতিন সিংহানিয়া।তিনি বলেন,প্রত্যেক ঘর থেকে আবর্জনা সংগ্রহ করে তা থেকে সার তৈরি করার দুটি ইউনিট চালু করা হলো। পরিবেশ পরিস্কার রাখাতে প্রত্যেকের এক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন। স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যরা এই প্রকল্প রুপায়ন করবে। আগামীদিনে প্রত্যেক পঞ্চায়েত এলাকায় ধাপে ধাপে গড়ে তোলা হবে পচনশীল আবর্জনা থেকে জৈবসার তৈরির সলিট লিকুইট ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পূর্বস্থলী-২ বিডিও সোমনাথ দে,পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা ঘোষ ও দুটি পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় গ্রামের বাড়ি বাড়িতে লাল ও সবুজ দুটি বালতি দেওয়া হবে। লাল বালতিতে অপচনশীল বস্তু ফেলা হবে আর সবুজ বালতিতে পচনশীল বস্তু। পরে তা সংগ্রহ করে জৈবসার তৈরিতে ব্যবহার করা হবে।এর ফলে পরিবেশ যেমন নির্মল হবে,পাশাপাশি জৈবসার তৈরির উপকরণ সহজেই উপলব্ধ হবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পূর্বস্থলী-২ বিডিও সোমনাথ দে,পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা ঘোষ ও দুটি পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় গ্রামের বাড়ি বাড়িতে লাল ও সবুজ দুটি বালতি দেওয়া হবে। লাল বালতিতে অপচনশীল বস্তু ফেলা হবে আর সবুজ বালতিতে পচনশীল বস্তু। পরে তা সংগ্রহ করে জৈবসার তৈরিতে ব্যবহার করা হবে।এর ফলে পরিবেশ যেমন নির্মল হবে,পাশাপাশি জৈবসার তৈরির উপকরণ সহজেই উপলব্ধ হবে।