Headlines
Loading...
উপত্যকায় শনিবার সকাল থেকে শুরু হয়েছে সেনা জঙ্গি গুলির লড়াই।জারি সতর্কতা।

উপত্যকায় শনিবার সকাল থেকে শুরু হয়েছে সেনা জঙ্গি গুলির লড়াই।জারি সতর্কতা।

ফোকাস বেঙ্গল ডেস্ক:সাম্প্রতিক উপত্যকায় তৈরি হওয়া উত্তেজনার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসার আগেই শনিবার সকাল থেকে শুরু হয়েছে সেনা জঙ্গি গুলির লড়াই। সেনার গুলিতে প্রাণ গিয়েছে এক জঙ্গির। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের উত্তরে বারামুলা জেলার সপোর এলাকায়। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে যে প্রশাসনকে রাজধানী শহর শ্রীনগরের বিস্তীর্ণ এলাকায় জারি করতে হয়েছে ১৪৪ ধারা।এই উত্তাপের আঁচ যাতে রাজ্যের অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে সেদিকেও নজর রাখছে প্রশাসন।
জানা গিয়েছে, এদিন সকালে জঙ্গি অধ্যুষিত এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযানে নামে বাহিনী। অভিযানের আঁচ বুঝতে পেরে জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনা জওয়ানেরাও। শুরু হয়ে যায় দু পক্ষের মধ্যে গুলির লড়াই। সূত্রের খবর, একাধিক জঙ্গিকে নিজেদের ফাঁদে ফেলতে সক্ষম হয়েছে সেনা জওয়ানেরা। এখনও চলছে গুলির লড়াই।





(adsbygoogle = window.adsbygoogle || []).push({});