Headlines
Loading...
বানভাসি দক্ষিণবঙ্গের আকাশে ফের আশঙ্কার কালো মেঘ।

বানভাসি দক্ষিণবঙ্গের আকাশে ফের আশঙ্কার কালো মেঘ।

ফোকাস বেঙ্গল ডেস্কঃ আজ, শনিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তাতে নতুন করে আশঙ্কার সৃষ্টি হয়েছে বানভাসি এলাকাগুলির।সম্প্রতি জোড়া নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে। আর তাতে বানভাসি হয়ে পড়ে বাংলার বেশ কয়েকটি জেলা। প্রাণহানিও হয়েছে অনেক। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। তার মধ্যেই নতুন ঘূর্ণাবর্ত আর সম্ভাব্য নিম্নচাপের সতর্ক বার্তা আসায় সেচ দফতর ফের কোমর বাঁধতে শুরু করেছে।  
আবহবিজ্ঞানীরা জানান, আগামী কয়েক দিন শুধু গাঙ্গেয় পশ্চিমবঙ্গই নয়, ওডিশা-ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির আশঙ্কা আছে। আর সেই আশঙ্কার পিছনে কারণ বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা একটি নতুন ঘূর্ণাবর্ত। শুক্রবার সে জোরালো হয়েছে। শনিবার আরও শক্তি বাড়িয়ে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। সে-ক্ষেত্রে ফের দুর্যোগের কবলে পড়তে পারে দক্ষিণবঙ্গ।
উপগ্রহ-চিত্র বিশ্লেষণ করে আলিপুর আবহাওয়া দফতরের খবর , ঘূর্ণাবর্তটি এখন অবস্থান করছে বাংলাদেশ লাগোয়া বঙ্গোপসাগরের উপরে। নিম্নচাপে পরিণত হওয়ার পরে সেটি এ রাজ্যের দিকে সরে আসতে পারে। তাতে বৃষ্টির দাপট বা়ড়বে। শনিবার থেকেই উপকূলীয় জেলাগুলিতে ভারী বর্ষণের সঙ্গে সঙ্গে কমবেশি জোরালো বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সর্বত্র। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে ঝা়ড়খণ্ডে। অধিক বৃষ্টিপাত হলে ঝাড়খণ্ডের জল গড়িয়ে এসে ফের বিপাকে ফেলবে দক্ষিণবঙ্গকে।সেখানকার জলাধারগুলি থেকে জল ছা়ড়লেও তা ঢুকবে এ রাজ্যে। সুতরাং নতুন করে দুর্যোগের আশঙ্কায় দক্ষিণবঙ্গবাসী। 



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});