ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান :মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উৎসাহে এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিশেষ সহযোগিতায় দু:স্থ যাত্রা শিল্পীদের সরকারি সাহায্যপ্রাপ্তির মেলবন্ধন ও যাত্রার প্রবীণ শিল্পী ও নেপথ্য শিল্পীদের সম্মানার্থে শিল্পী সমন্বয় নিবেদিত তিন দিনের যাত্রা উৎসবের সূচনা হলো বৃহস্পতিবার।
এদিন পূর্ব বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে সন্ধ্যায় এই যাত্রা উৎসবের উদ্বোধন করেন সহকারী সভাধিপতি শম্পা ধারা। উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী,বিশেষ অতিথি মেঘদূত বন্দোপাধ্যায়,বর্ধমান রাজ্ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মন্ডল প্রমুখ।
এদিন ভৈরব গঙ্গোপাধ্যায়ের রচনা ও পান্নালাল বন্দোপাধ্যায়ের নির্দেশনায় বর্ণ পরিচয় যাত্রা পালা মঞ্চস্থ করা হয়। ছবি - সুরজ প্রসাদ

