Headlines
Loading...
কালনায় ছেলের বাইক থেকে পড়ে মৃত্যু হল মায়ের।গ্রামে শোকের ছায়া।

কালনায় ছেলের বাইক থেকে পড়ে মৃত্যু হল মায়ের।গ্রামে শোকের ছায়া।

পল্লব ঘোষ, কালনা: পুলিশের হাত থেকে বাঁচতে শুধুমাত্র হেলমেট ব্যবহার নয় । নিজের ও আরোহীর হেলমেট বব্যবহার করা যে একান্তই প্রয়োজন তা আবার একবার প্রমাণ করল আরেকটি দুর্ঘটনা। বাইকে চাপিয়ে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে ছেলের বাইক থেকে পড়ে মৃত্যু হল মায়ের। নাম সান্তনা বেগম (৫০)। বাড়ি কালনা ওমরপুর গ্রামে। আজ কালনা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্ত হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কালনা থানার আনুখাল পঞ্চায়েতের ওমরপুর গ্রামের বাসিন্দা সাবিরুল ইসলাম শেখ শুক্রবার বিকেল ৪টে নাগাদ মাকে বাইকে চাপিয়ে নাদনঘাটের এক আত্মীয় বাড়ি থেকে ফিরছিলেন। পথে কালনা কৃষ্ণদেবপুরের কাছে মা সান্তনা বেগম বাইকের পেছন থেকে পড়ে যান। হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত পান। কালনা হাসপাতালে ভরতি করলে সেখানেই তিনি মারা যান। এই ঘটনায় ওমরপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});