 
ফোকাস বেঙ্গল ডেস্কঃ জন্ম থেকে মৃত্যু, আধার বাধ্যতামূলক বস্তু। ইতিমধ্যেই জন্ম-পরিচিতি-সম্পত্তি ও ব্যাঙ্ক এর কাজে  সমস্ত কিছুতেই আধার কার্ড বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। কোনো ব্যাক্তির ভুয়ো পরিচয় রুখতে আধার কার্ডের প্রয়োজনীয়তার কথা সরকার বলেছে।  এই কার্ডের মাধ্যমে প্রত্যেক ব্যক্তিকে একটি স্বতন্ত্র নম্বর দেওয়া হয়। এই নম্বরকে একটি ব্যক্তির বার্থ সার্টিফিকেট, সম্পত্তি, ব্যাঙ্ক ডিটেলস বা অন্যান্য পরিচয়ের সঙ্গে যুক্ত করা বাধ্যতামূলক করা হয়।
রান্নার গ্যাস, এলপিজি-র পর একের পর এক সরকারি ক্ষেত্রে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে আধার কার্ডকে ৷ প্যান কার্ড, আয়কর দাখিল, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল পরিষেবা, কেরোসিন ভতুর্কি থেকে পেনশন প্রতি ক্ষেত্রেই বাধ্যতামূলক হয়েছে আধার কার্ড ৷ 
অর্থাৎ অদূর ভবিষ্যতে এই ১২টি অনন্য নম্বরই হতে চলেছে আপনার একমাত্র পরিচয়পত্র ৷ এমনকী মৃত্যুর রেজিস্ট্রেশনেরে ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়াও একাধিক সরকারি প্রকল্পের ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড ৷ খুব শীঘ্রই  শেয়ার বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে কেন্দ্র ৷
আধার কার্ড এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক ৷ এছাড়া ৫০ হাজারের বেশি লেনদেন করতে হলেও লাগবে আধার নম্বর ৷ 
আয়কর রিটার্নের ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক কারন আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে হবে। প্যান কার্ড তৈরির করতে গেলেও লাগবে আধার নম্বর ৷
 ইপিএফও এর  সঙ্গেও আধার বাধ্যতামূলক করা হয়েছে
।
ফোন নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক হয়েছে ৷ 
এমনকী এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও আধার নম্বর জরুরি ৷ 
পাসপোর্টের জন্যেও আধার বাধ্যতামূলক ৷ 
রেলের টিকিটে ছাড় পেতে লাগবে আধার নম্বর ৷ এমনকি ছেলে মেয়ের 
স্কুলের মিড ডে মিলের জন্যও আধার নম্বর জরুরি ৷ 

 
 
 
 
