Headlines
Loading...
ইতিহাসের সামনে দেশ। রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি দুই দলিত।

ইতিহাসের সামনে দেশ। রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি দুই দলিত।

ফোকাস বেঙ্গল ডেস্ক : ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল আজ। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গণনার কাজ৷ এই প্রথম দুই দলিত প্রার্থী দেশের রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি। আজই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উত্তরসূরি কে হচ্ছেন তা জানতে পারবেন দেশ বাসি। সকাল থেকেই সংসদ ভবন মুরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার ঘেরাটোপে। মোট ৮ রাউন্ড গণনা হবে। সংসদের ৬২ নম্বর ঘরে চলবে ভোটের ফল গণনা৷ গণনা  আজ বিকেল পাঁচটায়  চূড়ান্ত ফল ঘোষণা করা হবে রাষ্ট্রপতি ভবনের তরফে বলে খবর ৷ 
রাজনীতি মহলের খবর , বেশ কিছুটা এগিয়ে এনডিএর প্রার্থী কোবিন্দ ৷ বিরোধীদের মুখ হয়েও এবার রাম নাথ কোবিন্দের তুলনায় বেশ কিছু ভোট কম পেয়েছেন মীরা কুমার ৷ দুই দলিত প্রার্থীর লড়াইয়ে সংখ্যাতত্ত্বের দিক থেকে রামনাথ কোবিন্দ এগিয়ে থাকলেও হাল ছাড়ছেন না বিরোধীদের মনোনীত প্রার্থী মীরা কুমার ৷
আগামী ২৪ জুলাই শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের রাইসিনা সফর ৷ তারপরই ২৫ জুলাই দেশের ১৪তম রাষ্ট্রপতি শপথ নেবেন দেশের প্রথম কোনও ‘দলিত মুখ’৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});