Headlines
Loading...
বর্ধমানে  স্বেচ্ছা সেবী সংস্থার উদ্যোগে বসানো হচ্ছে অত্যাধুনিক ফিলটার টিউবয়েল।

বর্ধমানে স্বেচ্ছা সেবী সংস্থার উদ্যোগে বসানো হচ্ছে অত্যাধুনিক ফিলটার টিউবয়েল।

ফোকাস বেঙ্গল ডেস্কঃ একটি বেসরকারি স্বেচ্ছা সেবী সংস্থার উদ্যোগে বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে অত্যাধুনিক ফিলটার টিউবয়েল। সাধারণ মানুষ  ভূগর্বস্থ জলকে পরিশোধন করে  আয়রন মুক্ত পানীয়  জল পাবে এই বিশেষ কলের মাধ্যমে।এই ধরণের কল শহরে বিভিন্ন জায়গায় বসানোর পরিকল্পনা নিয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। মূলত শহরের বস্তি এলাকা গুলিকেই প্রাথমিক পর্যায়ে এই কল বসানোর জন্য বেছে নেওয়া হয়েছে। এরফলে সাধারণ মানুষ নিখরচায় শুদ্ধ পানীয়  জল সেবন করতে পারবেন। পরীক্ষিত এই কলের  জল আর্সেনিক মুক্ত হবে বলে দাবি করেছেন সংস্থার  কর্মকর্তারা। 


                                                                                                                                     ছবি: সুরজ প্রসাদ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});