Headlines
Loading...
ছাত্রছাত্রীদের পর্ণ ছবি দেখায় রাশ টানতে চলেছে সুপ্রিম কোর্ট।

ছাত্রছাত্রীদের পর্ণ ছবি দেখায় রাশ টানতে চলেছে সুপ্রিম কোর্ট।

ফোকাস বেঙ্গল ডেস্কঃ  ছাত্রছাত্রীদের মধ্যে পর্ণ ছবি দেখার প্রবণতা কমাতে পদক্ষেপ করল দেশের শীর্ষ আদালত।সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেসন(সি বি এস ই)স্কুল গুলিতে জ্যামার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
একটি পিটিশনের শুনানিতে চাইল্ড পর্ণগ্রাফি বন্ধ করা নিয়ে কেন্দ্র কি পদক্ষেপ নিচ্ছে , সে বিষয়ে অ্যাডিশোনাল সলিসেটর পিঙ্কি আনন্দ,বিচারপতি দীপক মিশ্র র বেঞ্চ কে জানান।কেন্দ্র জানিয়েছে শিশুদের ছবি দেখান হয় এমন প্রায় ৩০০০ পর্ণ ওয়েবসাইট ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। 
অ্যাডিশোনাল সলিসেটর পিঙ্কি আনন্দ বলেন স্কুল গুলিতে জ্যামার লাগানো সম্ভব হলেও স্কুল বাসের মধ্যে সেটা সম্ভব নয়।ছাত্র-ছাত্রিদের মধ্যে পর্ণগ্রাফি দেখার প্রবনতা কমাতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।আজকের মধ্যে এই নিয়ে পর্যবেক্ষণ রিপোর্ট দাখিল করতে হবে কেন্দ্র কে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});