Headlines
Loading...
পূর্ব বর্ধমানে দেশের মধ্যে প্রথম কেন্দ্রীয় সংশোধনাগারে বসছে  স্যানিটারি ন্যাপকিন তৈরির মেশিন।

পূর্ব বর্ধমানে দেশের মধ্যে প্রথম কেন্দ্রীয় সংশোধনাগারে বসছে স্যানিটারি ন্যাপকিন তৈরির মেশিন।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান  : দেশের মধ্যে প্রথম বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বসতে চলেছে স্যানিটারি ন্যাপকিন তৈরির মেশিন। ২৫ লক্ষ টাকা মূল্যের এই মেশিনটি আজ উদ্বোধন করবেন রাজ্য করা দপ্তরের ডিজি অরুন গুপ্ত। ন্যাপকিন তৈরির কাজ করবেন সংশোধনাগারের মহিলা বন্দীরাই বলে সংশোধনাগার সূত্রে জানাগেছে। 
উৎপাদিত ন্যাপকিন অতি অল্প মূল্যে ছড়িয়ে দেওয়া হবে কলেজ, বিশ্ববিদ্যালয়  সহ বেশ কিছু প্রতিষ্ঠানে।খোলা বাজারেও উৎপাদিত ন্যাপকিন বিক্রি করার পরিকল্পনা নিয়েছেন জেল কর্তৃপক্ষ । 
কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা আপোস্টলিক কারমেল এর অর্থ সাহায্যে এই মেশিনটি বসানো হচ্ছে মহিলা ওয়ার্ডে। বর্তমানে ২০-২৫ জন মহিলা বন্দিকে বেছে নিয়ে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। জেলসুত্রে খবর মেশিনটি ৮ ঘন্টায় ২৫০০ ন্যাপকিন তৈরীর ক্ষমতা সম্পন্ন। দুস্থ,গরিব মহিলারা যাতে স্বাস্থ্য সচেতন হয়ে  কম দামে ন্যাপকিন ব্যবহারের সুবিধা পেতে পারে তার জন্য মূল্য কম রাখা হচ্ছে।খুব শীঘ্রই এই ন্যাপকিনের উৎপাদন শুরু হবে বলে জেলসুত্রে জানানো হয়েছে। 

                                                                                                                              ছবি: সুরজ প্রসাদ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});