ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: বর্ধমান আরামবাগ রোডে বালি সহ অন্যান্য পণ্যবাহী গাড়ি থেকে পুলিশের নাম করে তোলাবাজি চালানোর অভিযোগে বর্ধমান জেলা পুলিশের একটি বিশেষ দল রায়না থানার সেহারাবাজার ফাঁড়ি এলাকা থেকে মঙ্গলবার রাতে শেখ লালন ও শেখ রোহিত নামে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ আসছিল এই এলাকায় বালির লরি সহ অনান্য গাড়ি থেকে জোর করে টাকা আদায় করছে দুই ব্যক্তি। আর এরপরই জেলা পুলিশ সুপারের নির্দেশে ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল তৈরি করা হয়। মঙ্গলবার রাতেও একইভাবে পুলিশের কাছে অভিযোগ আসে বর্ধমান আরামবাগ রাস্তায় জোর করে গাড়ি থামিয়ে টাকা আদায়ের পাশাপাশি চালক ও খালাসীদের মারধর করা হচ্ছে।
আর এরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখে একটি লরি চালক কে মারধর করার পাশাপাশি লরির কাঁচও ভাঙা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকেই শেখ লালন ও শেখ রোহিত নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতরা এলাকায় ডাক মাস্টার হিসেবেই পরিচিত ছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, শেখ লালন তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী। স্বাভাবিকভাবেই পুলিশের নাম করে তোলাবাজির ঘটনায় গ্রেপ্তারের পর কার্যত হৈচৈ পড়েছে এলাকায়।