Headlines
Loading...
পারিবারিক প্রথা মেনে হরিনাম সংকীর্তনের জন্য ভিক্ষা সংগ্রহ করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ

পারিবারিক প্রথা মেনে হরিনাম সংকীর্তনের জন্য ভিক্ষা সংগ্রহ করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ


ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: বংশ পরম্পরায় ভিক্ষাবৃত্তি করে পারিবারিক হরিনাম সংকীর্তনের আয়োজন করার রীতি চলে আসছে শতাধিক বছর ধরে। সনাতনী ধর্ম মতে এটাই প্রথা। গ্রামে গৃহস্থের বাড়ি বাড়ি গিয়ে চাল, কলা, আলু সংগ্রহ করে আনতে হয় পরিবারের সদস্যদের। আগামী ১৩মে সেই হরিনাম সংকীর্তনের অষ্টপ্রহর আসর বসবে গ্রামে। স্বাভাবিকভাবেই পারিবারিক প্রাচীন প্রথা মেনে বাপ ঠাকুরদার পথেই গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে হাত পেতে ভিক্ষা চাইলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহার। তাঁর বাড়ি মঙ্গলকোট বিধানসভার পালিশগ্রামে। এই গ্রামেই বসবে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আসর।


শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন, গ্রামে রয়েছে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। ১৩ মে থেকে শুরু হবে এই অষ্টপ্রহর। তাই ধর্মীয় রীতি মেনে এদিন বকুলি গ্রামে ভিক্ষাবৃত্তি করতে এসেছেন। তিনি জানিয়েছেন, এই প্রথা শতাধিক বছর ধরে পারিবারিক ভাবে চলে আসছে। প্রথমে দাদু, দাদু থেকে বাবা বর্তমানে বংশগত ভাবে তাকেই পালন করতে হবে এই নিয়ম। আজ রবিবার ছুটির দিনে নিয়ম রক্ষার্থে রীতি মেনেই বেরিয়েছিলেন ভক্তদের বাড়ি বাড়ি ভিক্ষা সংগ্রহ করতে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});