Headlines
Loading...
পুরসভা নির্বাচনের মনোনয়ন পেশ ৩ থেকে ৯ফ্রেব্রুয়ারি, প্রত্যাহার ১১,১২ ফেব্রুয়ারি

পুরসভা নির্বাচনের মনোনয়ন পেশ ৩ থেকে ৯ফ্রেব্রুয়ারি, প্রত্যাহার ১১,১২ ফেব্রুয়ারি


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন ঘোষণার সাথে সাথেই বৃহস্পতিবার থেকেই প্রতিটি জেলা প্রশাসনের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকা পালনে তৎপরতা শুরু হয়ে গেছে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেবার দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ৬টি পুরসভা ভোটের মনোনয়ন পত্র জমা নেওয়া হবে ৩ থেকে ৯ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এই মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। ১০ ফ্রেব্রুয়ারি সমস্ত মনোনয়ন পত্র স্ক্রুটিনি করা হবে। ১১ ও ১২ ফেব্রুয়ারি মনোনয়পত্র প্রত্যাহার করার শেষ দিন ধার্য্য করা হয়েছে। 

বর্ধমান পুরসভার ৩৫টি ওয়ার্ডের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা নেওয়ার জন্য জেলা সমাহর্তাকরণ ভবনের (জেলাশাসক করণ) প্রথম, দ্বিতীয় ও চতুর্থ তলে সাতটি টেবিলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গুসকরা পুরসভার প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়ার জন্য বিডিএ এর মিটিং হলে ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মনোনয়ন পর্ব কে শান্তিপূর্ন ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। 

মনোনয়ন কেন্দ্রের ১০০ মিটার দূরে ড্রপ গেট থাকছে। বহিরাগত কেউ যাতে ভিতরে ঢুকতে না পারে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রত্যেক প্রার্থীর সঙ্গে আরও একজন মনোনয়ন পত্র জমা দিতে মনোনয়ন কেন্দ্রে যেতে পারবেন। মনোনয়ন কেন্দ্রের প্রতিটি টেবিলে মাইক্রোফোন ও ভিডিও ক্যামেরা থাকবে। প্রার্থী বা প্রার্থীর সঙ্গে আগত ব্যক্তিদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ফ্লেক্স, ডিসপ্লের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});